প্রিয় বাংলা ভাষার সম্মান, রাখতে চির অক্ষুণ্ণ অম্লান,
                  লাখ জনতার ঢল।
নিয়েছি রক্ত মশাল হাতে, একুশে ফেব্রুয়ারীর প্রাতেঃ,
                 মুছে ফেলে আঁখি জল।
আজ করেছি ভীষণ পণ, যতক্ষণ দেহে আছে প্রাণ,
                    এক ধাপ হটবো না।
ঝড়ে  ঝড়ুক রক্তের বন্যা, নির্ভীক বীর ও বীরঙ্গনা,
                  বুুকে দামামার বাজনা।