“ঐতিহাসিক ছাব্বিশে মার্চ”
স্বাধীন স্বাধীন বাংলা স্বাধীন,আজ এই শুভ দিন,
পুলকিত চিত্তে স্মরণ করছি,স্মৃতি বিজরীতক্ষণ।
স্বপ্ন সাধনা পুরুণ করেছেন,মহান প্রভূ করতার,
বাংলাদেশ আজ উন্নত বিশ্বে,পেলো চির অধিকার।
সুফল গ্রহনে সচেষ্ট সবাই,নাই মান অভিমান,
ফুলের মালিকা স্ব হস্তে অর্পণ,শহীদ মিনার প্রাঙ্গন।
সুশৃঙ্খল ভাবে এক কাতারে দাঁড়ে,জানাই অভিবাদন,
অতীত ভুলে সামনে আগুয়ান,দুর্বার নওজোয়ান।
স্বজন হারার দুঃখ ব্যথা ভুলে,আনন্দ গর্বে আপ্লুত,
সর্ব সুখে সুখি সমৃদ্ধ বাংলা,নই তো কেউ দুঃখিত।
সোনার দেশ গড়ার স্বপ্ন সাধে,মোরা বদ্ধপরিকর,
অত্যাধুনিক স্মার্ট বাংলাদেশ,গড়বে দু’দিন পর।
অহিংসা পরম ধর্ম জানি মানি,বুঝে গেছি সর্বজন,
দেশ গড়ার মন্ত্রে প্রত্যয় নিয়ে,বুকে দীপ্ত গুঞ্জন।