নীরবে যে রাত্রি চলে যায়,তার ভিতর কত বেদনা জমা
তার হিসেব
কেউ করে
কেউ করে না!

আকাশে যে চাঁদ উঠে,মেঘের আড়ালে যে লুকিয়ে যায়
তার বেদনা
কেউ বুঝে
কেউ বুঝেনা!

সকালে যে ফুল ফুটে, ফুঁটেই যে ঝড়ে যায়
তার যে যন্ত্রণা
কেউ কুড়ায়
কেউ কুড়ায় না!

যে নদী  স্রোত হারিয়ে, ছুটে ছুটে কুল খুঁজে
তার যে চিৎকার
কেউ শুনে
কেউ শুনেনা!

যে কবি কবিতা লিখে,পাতা গুলো ছিঁড়ে ফেলে
তার যে গভীর নিঃশ্বাস
কেউ টের পায়
কেউ টের পায়না!

যে প্রেমিক নিঃস্ব হয়ে, প্রেমিকা কে হারিয়ে ফেলে
তার যে হাহাকার
কেউ দেখে
কেউ দেখে না !
----------------
অনুধাবণ
আলী আহম্মেদ
২৭ নভেম্বর ২০১৯