ইচ্ছেরা আজ কিছু বিলীন ভাঙচুর
প্রত্যাশার দৌরাত্ব্য তার হাতেই থাকে
সময়টা শুধু ক্ষণজন্মাকে আগলে রাখে
যেমন রাস্তার পাশের ডাস্টবিন
তাই প্রাপ্তির খাতায় শূন্য শূন্য শূন্য
পুবের সিঁদুরে মেঘ জমেছে
কিছু হাতে আমি হাড় হাভাতের গল্প
তবু আজ রাতেও ডাকি, ডেকে উঠি
ভোকাল কর্ড ছাড়াও মৃদু শব্দে
নাকি তুমি এখনো দূরে আছো?
প্রত্যাশার প্রাপ্তির খাতাটা চলো খুলি...
।।
১১/০৯/২০১৭