শোন ভাই,
সুকান্তের ১৮বছর বয়স পড়েছ?
এই বয়সে রক্ত গরম থাকে।
তাই বলে কি তুমি বাবার বয়সী সেই
বৃদ্ধ লোকটির টং এ হানা দিবে?
টং ভেঙ্গে তোমার তেজ দেখাবে?
টং এর টিন ছুড়ে ভাবে উঠবে?
শোন ভাই,
এটা তো আমাদেরই দেশ।
নিম্ন আয়ের দেশ।
অঢেল টাকা থাকলে কি ভাই
বৃদ্ধ বাবা রাস্তার পাশে টং দেয়?
ভাই,তোমাদের হৃদয় এত পাষাণ?
যে হাতে শিক্ষার জন্য বই নেয়,
সে হাতে আবার লাঠি ও নেয়?
ভাই,ইচ্ছা হয় তো রেডিসন ব্লু তে হানা দাও!
গরিব বাবার টং-এ কেন হাত বাড়াও?
ভাই,জানি এ বয়সে সব পারে।
তবে কেউ নিজ হাতে টং ভাঙ্গে
অন্য কেউ সেই হাতে তোমাদের ভাঙ্গা
জিনিস কুড়িয়ে বৃদ্ধ বাবাকে সাহায্য করে।
শোন ভাই,
মানুষই তো সৃষ্টির সেরা জীব।
মানুষে-মানুষে না কি ভ্রাতিত্ব?
রাস্তার পাশের টং ভেঙ্গে,
এই কি তোমার শ্রেষ্ঠত্ব?
এই না কি বাংলার দামাল ছেলে?
এই হলো আমাদের স্বাধীন দেশ!
যেখানে বৃদ্ধ বাবা পরাধীনতায় ভুগে।
এই হলো আমার দেশ!
যেখানে বৃদ্ধ বাবার টং ভাঙ্গে,
আর হৃদয় মরে ধুকে ধুকে।