বেঁচে থাকার জয়গান অস্ফুট ধ্বনিতে বেঁচে থাকে
আজন্মকাল, কিছু স্বপ্নকামী চোখে
সত্যের শিহরনে হৃদয়ঙ্গম হয় জেগে উঠা অনুভূতি মহল। অতীত হেসে আসে বুকে
অনুগত মানবতা ঝরে পড়ে মিথ্যের মায়াজালে
নিরবতায় নির্বাসন, মরচে ধরা বিধ্বংস জীবন হালে।


যথার্থ ভাবনা অবহেলিত যুগের যাঁতাকলে, কিছু
মৃত প্রাণে জাগে তবু বাঁচার প্রয়াস
পাওয়াদের ভীড়ে ফিরে সফলতা, ব্যর্থ জনজীবন
গতিহীন প্রাণপণ নিভৃতে জাগে আয়াস।
সম্পর্কে টানাপোড়ন, হেরে যায় জীবনের কাছে যখন
দুর্দশা দেখে হাসে দাজ্জাল, ভুলে যায় ধরণীটা তখন।


রাত্তিরে কালো মেঘ জমাট বাঁধে বক্ষে, নিয়মহীন
পথ চলা, এই পথের যেন শেষ নেই
নির্বাক মৌনতা ভাষান্তর হারানো চোখের চাহনি
বিষাদের হাঁটাচলা নির্মম গৃহাকুলেই।
আলোহীন শত মুখ আঁধারময়, শোভিত জীর্ণ হালে
শ্রান্ত বিকেল সন্ধ্যা নামে এ শহরে রহস্যের অন্তরালে!


কালো মেঘ ছেয়ে যায়, বিচ্ছিন্ন ঝরোকার পানে
দস্যুদল হানা দেয়, লুটেরা যায় ছুটে
পরাজিত পরমায়ু, ধ্বংসিত হালচাল হার মানে
বিধবার নসিবে মন্দতা শুধু যন্ত্রণা জুটে।
সমাজ বিনির্মাণে শ্রমের ভাগী সর্বপ্রাণের, তবু শুনি
ধনবানের জয়গান, চিরদিন আশাহীন হতাশ্বাস গুণী।


শকুনির বিধ্বংসী ধ্বংসনে বিনষ্ট পৃথিবী খুঁজে
মুক্ত বাতাস, টিকে থাকার আজন্ম সংগ্রামে
প্রযুক্তির উৎকর্ষতা কেড়ে নিয়েছে যৌবনের তেজ
তাই তো এ গ্রহে অভিশপ্ত কালো মেঘ নামে।
কবে যাবে মাঝি তার উপেক্ষিত আপন আলয়ে
সত্যের যাত্রীরা খুঁজছে অগ্রদূত বিষণ্ণ বলয়ে।


বাহ্যিক হাসিমুখ বুঝায় তার কষ্টের তীব্র গভীরতা
জীবনের স্বাদে মন সন্ধানী মিথ্যের চিহ্নিত রাস্তায়
দৃশ্যত জগতের আড়ালে মানবতার হাহাকার
ক্ষুদ্র নয়নের বিমূর্ত চাহনি, বিক্রিত নরত্ব সস্তায়।
অনাগত ধরণীর স্মরণে কাটে দিন, প্রতীক্ষিত অস্তি
নতুন সকালের আনাগোনায় ফেরাতে আবারো সস্তি।