নাও বোঝাই পাট নিয়ে
বানিজ্যে যেতো আগে
নদীপথে উজাণ দেশে
ভাটীর দেশের সওদাগর
মিয়া নওশের হাজি।
পথের বেলা ডুবত পথে
জীবন বাজী জলস্রোতে
গাজীর হাটে শেখের ঘাটে
নাও ভীড়ত ফেরার পথে
সওদা কেনার লাগি।
উড়ত বাদাম ছুটত তরী
গতর উদাম নায়ের মাঝি,
শক্ত হাতে হালের মুঠি
অন্য হাতে ফুকত বিরি
ধোঁয়ায় ওড়ে ফুর্তি।।
বৈঠা লগি জীবন সাথী - চর ভরটের গফুর মাঝি।