তুই তো ছিলি কালি ও কলম
বই খাতা পত্র।
তুই তো ছিলি জল ও বাতাস
বেঁচে থাকার মন্ত্র।
তুই তো ছিলি রং ও তুলি
সবুজ কচি পত্র।
তুই তো ছিলি আলো ছাঁয়া
সুখ দুখ সর্বত্র।
তুই তো ছিলি দিনের সুরুজ
জল স্থলের চিত্র।
তুই তো ছিলি রাতের চন্দ্র
আকাশে একমাত্র।
আপনি যান তো
তুমিও যাও এখন
তুই থাক সাথী হয়ে বাঁকীটা জীবন।