প্রশ্নকারীরা আজকাল আমাকে খুব উত্ত্যক্ত করে মারে ।
ভদ্রতার খাতিরে আমি তাদের সব প্রশ্নের জবাব দিতে
থাকি ।


আধুনিক কবিতা বলতে আপনি কী বোঝেন ?


আমি বলি, সে তো লালমাটিয়া মহিলা কলেজে
এখন মেয়েদের বাংলা পড়ায় আর পরীক্ষার খাতা দেখে
নিজের নৈসঙ্গ যাপন করছে ।
বিশ্বাস করো, লোকটা একটুও না হেসে তার প্রশ্নের
পাশে শুধু তোমার নামের নির্ভুল বানান
লিখে নিয়ে চলে গেল।


(কাব্যগ্রন্থ : এক চক্ষু হরিণ । প্রথম প্রকাশ : ১৯৮৯ ।)