যতই অসহ্য হই ঘাম ঝরে তত
ফুটপাত তেতে ওঠে সারাদিন রোদে
সন্ধ্যায় ঘরে ফিরি ক্ষতবিক্ষত।


অন্তহীন যন্ত্রণায় রক্ত জ্বলে বুঝি।


তারপর নষ্ট এক গণিকার মতো
অন্ধকার ডাক দেয় নিবিড় প্রবোধে
আসুন বাবুজী।