আমি বাংলাদেশি।
আমি গর্ভ বোধ করি এই পরিচয়ে।
টেকনাফ তেকে তেতুলিয়া ।
এই বাংলাদেশ একটি জাগ্রত সত্তা।
একাত্তর তার জ্বলন্ত সত্য।
জীবন্ত এক প্রমান ইতিহাসের বুকে।
কত মতবেদ আছে
কত আছে যুক্তি জাতীয়তার পরিচয়ে।
তবে আমরা বাংলাদেশি।


ইতিহাস তার প্রমান  দেয়।
তোমরা দেখতে পাও না ।
কেউ দেখতে পায় ।
একাত্তর 'উনসত্তর
আর আমাদের লাখো শহীদের রক্ত।


বীরগাথা সেই ইতিহাস
রক্তে মাখা কাল মহাকাল।
ধারন করেছে যে সত্য বাণী।
সেই বাণীতে গাথা মোর পরিচয়।



এ দেশের মুসলিম "সনাতন
খ্রিষ্টান আর উপজাতিদের নিয়ে।
টেকনাফ থেকে তেতুলিয়া।
নতুন একটি ভূখন্ড।
নতুন একটি স্বাধীন পরিচয়।


ভালবাসি আমি বলতে
আমি একজন বাংলাদেশি
এ দেশ আমার 'মাটি আমার।
রক্তে মিশে আছে এই দেশ।
এই দেশের ধুলি কণা 'মাটি



লাখো মানুষ রক্ত দিয়েছে।
এই মাটিতে স্বাধীনতা আনবে
স্বাধীনভাবে চলবে এই পথে।


সেই রক্ত আজো লেগে আছে
আমার এই মাঠে 'ঘাটে 'বন্দরে
সবুজের সমারোহে লেগে আছে সে রক্ত



সেই রক্ত লেগে আছে পতাকাতে


তবে লজ্জা কেন পরিচয় দিতে?
কেন অপরের পরিচয়ে হই পরিচিত?
ইংরেজি ভাষা সবাই বলে '
সবাই কি ইংরেজ জাতি?


তবে আমাদের ও আছে পরিচয়।
স্বজাত ও স্বাধীন পরিচয়
আমরা বাংলাদেশি