কবি তুমি বেচে থাক।
তোমাকে বড্ড প্রয়োজন।।।
তুমি চলে গেলে বেসুরো লাগবে সব।
যেওনা কবি।
যেওনা মায়ার বাধন ছিরে।
তুমি চলে গেলে সব হাড়িয়ে "
বড্ড একা হয়ে যাবে পারার চাঁয়ের দোকানটা।
চাঁয়ের দোকানি দোকানপাট দিবে বন্ধ করে।
তোমার চলে যাওয়ার শোকে।।
যেখানে রোজ আড্ডা হতো '
তোমার কবিতার পাঠক পাঠিকারা।
এক সাথে গাইতো তোমার গান।
সেখানে স্তব্ধ হবে সব '
রিকশাচালক টা সেখানে আর দাড়াবে না
তোমার শূণ্যতা তাকে কাঁদাবে '
বার বার ফেরিঘাট হবে বন্ধ।
জীবনের উল্লাস চলে যাবে।
একদিন তুমি এসেছিলে কবি।
একাত্তরে এসেছিলে রণাঙ্গনে।
তোমার বন্দুকে ছিল জ্বলন্ত স্বাধীনতা।
কবি তুমি জিয়ার বেয়নেটের শক্তি '
তুমি জ্বলে ওঠা তাহেরের পদচিহ্ন;
তুমি কামালের রুদ্ধ স্পিহা '
তুমি দেশ মাতার অহংকার।।
তুমি হাসন রাজার বাঙলা '
তুমি বাউল সাধকের দু তারার সুর।
তুমি আছো তাই এ পাগল বেচে আছে।
এ বাঙলার সুর চীর চেনা হয়েছে।।
তুমি একাত্তরের রণাঙ্গন '
তুমি শহীদ জিয়ার দীপ্ত পদচারণা '
তুমি মতিউরের অফুরন্ত শাহস।
তুমি সাইক্লোন '
তুমি সমুদ্রের ছুটে চলা ঢেউ।
তোমাকে ছাড়া নাবিক অচল।
তুমি তার পথের দিশা ''''
অসীমের সীমানা তুমি '
তুমি লাখো শহীদের দীপ্ত অঙ্গীকার ''
তুমি জীবন্ত শহীদ মিনার।।
তুমি গেরিলাযুদ্ধার পথচলা '
একটি শাহসী রাষ্ট্রনায়ক।
তাই তুমি যেও না '
তুমি বেচে থাকো মানবের মাঝে।
তাদের চোখের আশা হয়ে।
গানের সুর হয়ে।।
পথিকের পথ হয়ে।।
রৌদ্রময় মাঠে এক টুকরো ছায়া হয়ে।
শ্রমিকের দেহের ঘামে '
কামারের জ্বলন্ত আগুনে।
দ্বিপ্রহরে " রাত্রিতে " দিনে।