বনলতা তুমি আবার আসো ফিরে
এই শহরের রাস্তার ধারে।
এই কাক ডাকা ভোরে "
এই কাক ডাকা শহরে।
তুমি ফিরে এসো আবার,
ট্রাফিক জ্যামের ভিরে "
এই ময়লা জমা রাস্তার ধারে
এখানে আমরা কেমন করে দাড়িয়ে
একবার দেখে যাও "
এই জনগনের ভীরে কেমর আছে কবি
এখানে আর সেই কবি নেই "
নেই আজ জীবনানন্দ "
নেই সেই কাব্যরস "
নেই তোমার স্বপ্নময় গ্রাম "
আজ এই গ্রাম শহরের ইটকাঠে বন্দি।
জীবন এখন চারদেয়ালের দীর্ঘ শ্বাস গুনে
এশহর আজ মানুষের কারাগার
এ শহরে শোনা যায় আত্মচিৎকার।
এখানে মানবতা আজ নিজেকে লুকিয়েছে
এখানে পশুরা সভ্য পোশাকে ঢাকা
তারা আজ মুখোশ পড়েছে।
এখানে ইট পাথরের রাস্তার কঠোরতায়।
নির্মম ভাবে পিষে যায় সোহাগী রা '
এখানে আজ রক্তপিপাসু রা
ঢেকে রাখে কালো মুখ "
পবিত্রতম মুখোশের আড়ালে।।
এখানে আর নেই সেই শান্তি "
চারদিকে ছেয়ে আছে ভ্রান্তি ""
বনলতা ফিরে আসবে কি?
ফিরে দেখো একবার ।
কেমন আছে এই নগর।
এই নগরের অসহায় বনলতারা ।
অসহায় নগর কণ্যারা ।।