আমি পাঠক বলছি;
বাংলা কবিতার পাঠক
কবি তোমার কবিতার ,
কি মধুর সেই ভাষা গুলো
ভাষা গুলোতে কি শক্তি দিয়েছো তুমি,
একটা টান অনুভব করি বার বার।
বার বার প্রেমে হাবুডুবু খাই,
তোমার কবিতার প্রেমে।
বার বার তোমার কথা ।
মনের ভেতর গান হয়ে বাঁজে।
বার বার সেই কবিতার সুর।
মনের গভীরে লাগে মধুর।
কবি তুমি ধরা দাও স্বপ্ন হয়ে।
একটা যৌবন হয়ে ।
যে যৌবন শক্তি ছিল নজরুলের কবিতাতে।
তুমি নারীর সৌন্দর্য বুঝালে।
বুঝালে এ ধরার মায়া।
তুমিতো সেই সুরের তাল।
সেই বীণার সুর ।
শেষ লাইন শেষের কবিতার।