হঠাৎ অনেক গুলো শকুন।
একটা কালো শকুনের দল ।
এক ঝাক পাখিদের বাসাতে"
একটি নীরব নিরীহ শহরে।
বসালো থাবার আক্রমন।
যখন শহরের প্রাণগুলি।
ছিল শান্তির ঘুমে আচ্ছন্ন।
তারা তখনো স্বপ্নে বিভোর
একটা লম্বা দিনের শেষে,
সারাদিন কাজের শেষে।
যখন শ্রমিক ,কামার আর যুবকের দল,
শহরের নিরীহ রিকশা ওয়ালা ।
সবাই যখন ক্লান্তি দূর করতে ব্যস্ত।
নীরব যখন রাস্তা ।
সব কিছুতেই নীরবতার ছোয়া
শহর যখন ঘুমন্ত।
তখন হঠাৎ শুরু হল আক্রমন।
একঝাক শকুনের দল ।
করলো আক্রমন।
রাত পরিণত হল কালো রাতে।
শহর পরিণত হল নরকে।
চারদিকে শুধু লাশ আর লাশ।
কেন এই হত্যাকান্ড?
নেই তার উত্তর।
মানবতা কেঁদে কেঁদে মরল।
শহর ছেরে পালাল সে।
কি অপরাধ ছিলো মানুষগুলোর?
কি অপরাধ ছিল ছোট শিশুটির?
কি অপরাধে অপরাধী টোকাই ছেলেটি?
কেন তারা মৃত্যুকে করল আলিঙ্গন।
শকুনের থাবার নীচে পরে