চলে গেছো না ফেরার দেশে
ফিরবে না কভু আর,
তোমার স্মৃতিরা এসে
মনকে কাঁদায় বার বার।
সুরমা নদীর তীর কাঁদিয়া ফিরে
তুমি চির মীয়ম্মান,
হাসি তোমায় রাখিত ঘিরে
চ্যালেনজার কাজী হাসান।
আম্বরখানা, কাজীরগাওয়ে
তোমার পদচারণায় হয়েছে মুখর,
গ্রাম থেকে শহর লোকালয়ে
স্থাপন করেছিলে ভ্রাতিত্বের বহর।
পারিনি আমরা ভুলতে তোমায়
পারবো না কোনদিন,
আবার এসো এই বাংলায়
শুধিবো সকল ঋণ।
ওপারে গিয়ে অমর হয়ছো
আমাদের হৃদয়তলে,
কাজী হাসান তুমি আছো
সৎ চিন্তার অন্তরালে।
এভাবে চিরদিন বেঁচে থাকবে
আমাদের মননে,
পরকালে তুমি জান্নাত পাবে
এই কামনা করি প্রতিক্ষণে।।