ওই মদিনার পানে চাহে আঁখি
ও নবি ও নবি বলে ডাকি।
প্রিয়তম দাও সাড়া একবার
লও গো ডেকে রওজার কিনার।।


মেষ চড়াতেন মোর প্রিয়তম যেই মাঠে
যাব আমি আপন মনে সেই বাটে।
ধূলিকণা এই বুকে আমার
মাখব বলে মন কেঁদে জার্ জার।।


শুয়ে আছেন মোর প্রিয়তম যেইখানে
চুমো খাব পরান ভরে সেইখানে।
মন পাখিটা পুড়ছে সদা প্রেম অনলে যার
তাঁর বিহনে কেমনে থাকি আর।।


'কালো পাথর' ধন্য হল যার পরশে
খোশ খবরে 'কাঠের মিম্বরে' হাসে।
হাজার রোগের শিফা মাটি মদিনার
ওসিলাতে প্রিয় নবিজী আমার।।