এ জগত সংসারে হায়
আসলে কেউ কারো নয়
স্বার্থের পিছু পিছু ছুটে সবে।
বিপদে ক'জন আছে
পাবে রে তোর পিছে
তবু এসমাজেই থাকতে হবে।


লোকেদের ভিড়ের মাঝে
হয়রান মানুষ খোঁজে
তবুও তোকে চলতে হবে।
জীবনের বন্ধুর পথে
কোন এক গোধূলিতে
হয়তবা মানুষের দেখা পাবে।


মন তোর চলার সাথি
পাবি না রে তিমির রাতি
ভেঙ্গে তবু যাস্ নে ন্যূই।
তোর চলার গতি দেখবি সবে,
সঙ্গী কেউ নাইবা হবে
চিন্তা কিসের! অনন্য তুই।