বেঁচে আছি এক পাথুরে
জীবনের অধ্যায় বয়ে,  
শেষের দিকে ছুটছি বেগে
বিরহের গান গেয়ে।


স্বার্থের অন্ধ মোহে পড়ে
হায়! ক্ষত-বিক্ষত করে,  
কি সুখ লবিলো সে অমন
শোক সাগরে ভাসিয়ে মোরে!


হিসেবের সব ভন্ডুল খাতা
পড়ে আছে আজো আধা,
ধুসর হয়ে আসে সব পাতা
সুখগুলো শোকে ধোয়ে সাদা