দেখছি বসে নীল আকাশে
চাঁদ মামাটার হাসি,
শুণছি দূরে উদাস সুরে
কে যেনো বাজায় বাঁশি।


বাঁশির তানে যাঁদুর বানে
লাগলো মনে দোল,
প্রেয়সির চুরি, নূপুর পরি
যেনো নৃত্য তুল।