মন পাখিরে-
ও মন পাখিরে-
তুই কভু কাঁদাস্ নে আমারে।


তোরে বড় বিশ্বাস করে,
লালন করি মনের ঘরে।
বিশ্বাসের এ ফুল মাড়াস্ নে
নইলে যে হায় যাবো ঝরে।
আমিও তোর বড় বিশ্বাসি
তোরে বোঝাই কেমন করে।


পাখিরে তুই যাস্ নে উড়ে,  
আমারে নিঃসঙ্গ করে।
তোর বিরহ-বিচ্ছেদের অনলে
আমি যে হায় যাবো পুড়ে।
তাই বলি দিস্ ক্ষমা করে
যদিও পাগলা অজান্তে ভুল করে।