বাদলা দিনে বাতায়নে
   যদি বসা হয় প্রাতে ,
মন চাইবে বারে বারে
   ঝাল মুড়ি চিবুতে ।


দুপুরেতে এমন দিনে
   থাকা হয় যদি বাড়ী ,
মন তবে নির্ঘাত চাইবে
    খেতে, ভুনা খিচুরী ।


বিকেলেও যদি থাকে
   ঐ বৃষ্টির, একই সুর ।
মনটা নিশ্চিত চাইবে খেতে
   চা আর ঝাল চানাচুর ।


রাতেও যদি পড়ে
   অবিরত সেই বৃষ্টি,
মন তখন খুলে দেবে
   অন্তরের দৃষ্টি ।


একই বৃষ্টি সময় ভেদে
   নাড়া দেয় নানা ভাবে,
বাঙালির মনে বৃষ্টির সুর
   চির দিনই গেঁথে রবে ।