ছোট্ট সেই ছেলেটি
দুরন্ত দুর্বার ,
মা-বাবা ভেবে মরে
তাকে নিয়ে বার বার ।


নিজ হাতে খেতে চায়
ভাবে সে ছোট নয় ,
তাকে যদি ভয় দেখাও
উল্টো দেখাবে ভয় ।


যখন যা চাইবে সে
তখনই তা পাওয়া চাই,
ব্যতিক্রম হ'লে পরে
তবে আর রক্ষে নাই ।


চিৎকারে কাঁপে বাড়ী
মা হন দিশে হারা,
বাবা রেগে বলেন তখন
ছেলেটা তার হতচ্ছাড়া।


গল্প ছাড়া ঘুম পাড়ানো
মোটেই তাকে যাবে না,
গলা জড়িয়ে রাখবে ধরে
একলা শুয়ে থাকবে না ।


নানান রকম গান গায় সে
মুডটা যদি থাকে ভাল ,
নজরুল, রবীন্দ্র কিংবা আধুনিক
যেটাই তুমি তখন বল ।


প্রতিবেশী সবাই তারে
ভীষণ স্নেহ করে ,
সুযোগ পেলেই কাছে ডেকে
গানের আবদার ধরে ।


বিনিময়ে চকলেট নেবে
নতুবা নাখোশ হয় ,
তখন তাকে ধরতে গেলে
দৌড়াবে ঘরময় ।


চকলেট তার ভীষণ প্রিয়
মুঠি ভরে নেবে তুলে ,
কান্নার সময় চকলেট পেলে
কান্না যায় সে ভুলে ।


বাবার বয়সী সবাইকে সে
আংকেল বলে ডাকে,
বয়স কারো বেশি হ'লে
দাদু বলে তাকে ।


কারো সাথে ভাব জমাতে
লাগে না তার দেরি,
মতের সাথে না মিললে
মুখ হয়ে যায় ভারি ।


যদি তাকে জব্দ করতে
কোন কথা বল ,
তোমায় সে জব্দ করতে
করবে সেটা ফলো ।


বেড়ানোর কথা শুনলে পরে
এক পায়ে হয় খাড়া,
একবার এ কথা ঢুকলে মাথায়
দিতেই হবে সাড়া ।


দূরে কাছে যেথায়ই হোক
নিতেই তাকে হবে ,
নতুবা তোমায় স্হির হয়ে
থাকতে নাহি দেবে ।


প্রশ্ন মুখে লেগেই আছে
কোথায়? কি? আর কেন ?
এ বয়সেই সব কিছু তার
জানতে হবে যেন ।


সবাই বলে বড় হ'লে
জ্ঞাণী গুণী হবে ,
দেশের দশের কাজে লেগে
করবে নাম এ ভবে ।


ভাবছো এবার ছেলেটি কে ?
নাম জানা দরকার ,
বলছি তবে, ভুলো নাকো
নির্ঝর নাম তার ।