কি যে হবে আমাদের ??
ব্রেণের চারপাশে ---
সারাক্ষন ওয়াই-ফাই  তরংগের খেলা --
মোবাইল নেটোওয়ার্ক
মারাত্মক   উচ্চ-রেডিয়েশন--
প্রতিটি অংগনে  --
ঘরে, অফিসে, ট্রেন বাস অথবা গাড়ি
সর্বত্রই ছড়িয়ে ছিটিয়ে
বিষাক্ত কর্কট রশ্মি গুলো ----
রাত-দিন চব্বিশ ঘন্টা স্মার্ট-
ফোন ল্যাপটপ, ডেক্সটপ,  গেমস ডিভাইস,
ডিজিটাল সাউন্ড সিস্টেম ------
আমরা  নেশাখোর হয়ে গেছি যেন ----
ইথার তরংগের ভেঁসে আসা তথ্য - ছবি সংবাদ,  লাইক কমেণ্টস, স্ট্যাটাস ----
এগুলোই যেন হয়ে গেছে জীবন --
এগুলো আমাদের গ্রাস করে ফেলেছে আজ
প্রকৃতিকে আজ আর
দেখা হয়না কাছে থেকে ;
চাঁদ রাতের মায়াবী আলো আর
হয় না দেখা
বিলের ধারে বসে হয় না আর মৎস শিকার;
তার যায়গায় আজ সব ই
ইন্টারনেটময় ---///


গেম খেলতে খেলতে নাকি
মৃত্যুকে সাদর আলিঙ্গন করে খেলাড়ি ;
মৃত্যুতেই নাকি আনন্দ মিলে
ধ্বংশাত্মক "ব্লু হুয়েল "কাউকে যেন
গ্রাস না করে  
কত যুবা -কিশোর-
শিশুদের জন্য তো আরও ভয়ংকরী
সেই রেডিয়েশন
আধুনিকতার চক্করে না
ধ্বংশ ঘটে কোমল মতি
নান্নিছি ব্রেণ গুলোর।।।।।