গাঁয়ের নাম খর্দ্দাপাড়া
তথায় আমার বাস
যথায় তথায় করতো সবাই
ধান সব্জীর চাষ ;


নেঁকড়ে ছিল, বানর শত
আছে যত বন বিড়াল,
বাঁশঝাড় আর গাছপালায়
সুরুজ হয় তার আঁড়াল ;


পুকুর ভরা মাছ ছিল,
ছিল গোলা ভরা ধান-
সন্ধ্যা পরে কৃষকেরা
ধরতো সুখের গান ;


পুঁথির আসর, কেচ্ছা- কাহিনী
হতো ওয়াজ মাহফিল ;
বর্ষা হলে নৌকা বাইচ,
যখন টইটুম্বুর হয় হাওড় -বিল ;


ছোট্ট নদী দেওরবাগা
আছে গাঁয়ের পশ্চিমে,
সুরমার সাথে সখ্যতা-
আছে তার সবক্ষনে;


ঐতিহ্যবাহী গাঁয়ের সেই
ঐতিহ্য আর নাই ;
একটু বড় হলে সবাই
বৈদেশে পালাই ।।