" কাকেশ্বর" নাকি আজ হারিয়ে গেছে
কলকল শব্দে  স্রোতস্বিনী  ছোট্ট নদী,
কি অপরূপ রুপে বিমোহিত করা-
সর্পিল গতিতে এঁকেবঁকে চলেছে কতকাল ,
কেমন ছিল সেই দিন গুলো ??
সূপ্রাচীন ঢাকাদক্ষিন বাজার,
দাদাদের  ভাষায় " ভাইয়ার বাজার "
কুশিয়ারার দুই পাড়ের মানুষের ভীড়ে
গম গম  করা সেই বাজার,
বিখ্যাত নিশ্চিন্ত-খর্দ্দাপাড়া মৌজার
কাঁঠাল,  চাল,  শাক-সব্জী,
ক্রেতাদের কি সাগ্রহে অপেক্ষা
সেই চালের জন্য ;


সনাতনী সাধক শ্রী-চৈতন্যের আস্তানা
সেই ঢাকাদক্ষিনকে করেছে আরো ঐতিহাসিক ;
হিন্দু -মুসলিমের  মাঝে কি অপুর্ব সম্প্রীতি ;


আজ দখলদার পূঁজিবাদীদের দাপটে
হারিয়ে গেছে সেই কাকেশ্বর--
মানুষে মানুষে ভালোবাসা হারিয়ে
আজ চলছে সম্পদ, জমি, টাকা
আর বাহারী দালানকোঠা বানানোর অসুস্থ
নির্লজ্জ প্রতিযোগীতা,
অস্ত্রের ঝন-ঝনানি,  পালিত গুন্ডা পোষা
নিত্যকার সন্ডামীর নিকৃষ্টতা ---
পুঁথি-পাঠের আসর,  নৌকা বাইচ,
কালের বিবর্তনে কোথায় যেন -----
সেথায় যান্ত্রিক নি:রশ এক জনপদ
হারিয়ে যাচ্ছে
বাণের জলে আজ ।।।