ও এসেছিলো এ মনে
এ জীবনে অতি গোপনে,
আর স্মৃতি গুলি
রেখে গেলো অন্তরে।


আমি খুঁজেছি তাকে
হাজার ঠিকানায়,
হাজার নামে,
পেয়েছি শুধু হতাশায়।


যার আগমনে এ জীবনে
এসেছিলো খুশির জোয়ার,
আর সব হতাশা দুঃখ
মেনে নিয়েছিল পরাজয়।


কেন সে দিলো সাজা
এ মনের কথা
ভাবল না একটি বার,
রেখে গেলো হাজার ব্যাথা।


এ জীবন যেন পেয়েছিলো
এক মৃহূতেই,
হাজার জীবনের,
অনেক সাধনার পরিণত ভাবনা।


সিন্গ্ধ সকাল শুরু
নির্মল সন্ধ্যে,
পরিণয় সূত্রে আবদ্ধ
স্বার্থক অপরূপ গন্ধে।


আজ সে নেই,
তবু তার স্মৃতি ,
তার কথা।
এ মনের হাজার গলিতেও
করছে সন্ধান
প্রাণ  পাখিটা।