বয়ে  যায় সময় আপন মনে
       আর মন আটকা পরে
                         বদ্ধ ক্ষণে।
মস্তিষ্কের শিরা উপশিরা
       বেজায় এলোমেলো
                     হয় ভবঘুরে।
হৃৎপিণ্ডের ধকপকানিতে
       রক্ত চাপ যায় বেড়ে
                      এ শরীরে।
চোখের টিপ্ টিপানী
       অস্পষ্ট ছবি দেখি
               প্রখর সূর্য তাপে।
মুখের আল জিহ্বা
      ব্যস্ত কোনোখানে
           চায়না কিছু বলতে।
আর আমার পা দুটো
         বড়োই ক্লান্ত চায়না
                একটুও চলতে।
তাইতো ভাবনা রুপি পাখী
        ডাকছে আমারে
                বহু দূর থেকে।
আর কান শুনেও শোনে না
         হবে যেন কালা
               পাখীর  ডাকে।
আশার বাণী নিরাশা হয়ে
       ধরা দেয় এমনে
              বেজায় রকমে।
কি করার আমি জলে ডুবে
          মুক্ত খুঁজি
          ক্লান্ত শরীরের অক্ষমে।