বুকের মাঝে হৃৎস্পন্দন
          থমকে যায় বাড়ে বাড়ে,
মনে হয় মরবে এবার
       সহজ সরলের অনাহারে।
মাথার চারিদিকের বাতাস
               করে রাখে আবদ্ধ,
ভাবনা গুলি তাই আমারে
                  করে রাখে বদ্ধ।
চিন্তাশীল প্রাণ
     থেকেও আজ অকেজো,
অনেক চেষ্টা করেও
         হয় না সে সেই মুখো।
পরিবেশের আস্ফালন
         পরে না আমার মধ্যে,
হাজার সাহস নিয়েও
    হারিয়ে যায় নিজের মধ্যে।
জানি আমারে করেছে গ্রাস
                 হীনমন্যতা যে,
বাড়ে বাড়ে এগিয়ে তাই
               পিছিয়ে পড়ি যে।
সুখ দুঃখ এই অনুভব
                  এখন নেই আর,
মনটা সত্যিই নিস্তেজ
  দেহে শক্তি থেকেও হাজার।
কান্নাগুলি গুমরে মরে
       বুকের মাঝে বাড়ে বাড়ে,
তবু ও হয় না সমাধান
          সমাধান জানার পরে।