জানি না,
ভুলে গেছো কি আমাকে,
দূর পাহাড় মুছে গেছে অন্ধকার,
তবু জ্বেলে রেখেছো যে বাতি।

জানি না,
জানি না আর কত কাল,
ঐ ভাবে তুমি রইবে একা।


আমি নিঃসঙ্গ বোধ করি বারে বারে,
চেয়ে থাকি তোমার আগমনের
পথের দিকে,
চেয়ে দেখি কত অগণিত মানুষ চলে যায়,
তুমি তো আসো না তাতে।


আমি চেয়ে থাকি
তোমার ফোন অপেক্ষার ই পারে,
বোধ হয় ভুলে গেছো সংখ্যা
মনের আহ্বানে।


আজ আশাতীত ভালোবাসা
ভুলে গেছো হৃদয় মাঝে,
জানি না জানি না,
আজ বার বার
বলতে ভালো লাগে না
তুমি যে আমার।