আমি আর চায়না তোমাকে
খুঁজে নিও ঠিকানা মুক্ত আকাশে।
মুক্ত পাখির মতো দিলে না
তোমার নরম হাতের ছোঁয়া,
আমাকে রেখে গেলে
দিয়ে গেলে অভীপ্সা।


আমি ব্যকুল বড়ই আকুল
তবু খুঁজে যায় তোমার ছায়া ,
তোমার কাছে নিজেকে
বড্ড ছোট মনে হয়,
তাইত তোমার কাছে যেতে
লাগে বড় ভয়।


তবু হাত বাড়িয়ে
করেছিলাম ইশারা ,
দেখোই নি তুমি
দেও নি  আলোর দিশারা,
আমি চঞ্চল মনে
ভুলে যায় হাজার দুঃখ,
আর তোমাকে নিয়ে এমনে
প্রেমের জাল বুনি সুক্ষ।


মাকড়সার জালে
আটকে পরি নিজে
তবু ব্যস্ত মন
সর্বদা তোমাকেই  খোঁজে।