পরন্ত বিকেলে একদিন,
        সেই রূপসী কে দেখেছিলাম-
        ওড়নাটা বাতাসে দোল খাচ্ছে
          চুল গুলো স্বপ্ন ছোঁয়া উড়ছে-


                মুখে অনন্ত হাঁসি-
              মধুর সূর মনে নিয়ে,
         রূপসী তুমি হেঁটে যাচ্ছো তো-
         তোমার সেই রঙিন মনটি নিয়েই।


মাতাল হাওয়া বইছে যে মনে,সাড়া দাও এই মনে-
একবার পিছু তাকাও,শুধু তোমাকেই যে মনে পরছে
এই মনের কোনে,মন উজাটনে।


          কেন নিয়েছিলাম তোমার পিছু-
           মুখ খুলে প্রাণবন্ত বলতে চাই,
                 তোমাকে কিছু।


        কেন এত কাছে পাচ্ছি দেখে হটাৎ-
        বাড়িয়ে কি দিবে তোমার সেই হাত,
      চলনা দুজন হারিয়ে যাই ওই দূর অজানায়-
   ছুয়ে দিতে স্বপ্নের সীমানায়, তোমার মনের আঙিনায় -


      আর কিছুক্ষন হাঁটো এই মুক্ত প্রান্তরে-
        স্বপ্ন যখন দেখিয়েছো এই প্রান্তরে-
   আলতো আবেশে,খোলা আকাশে,মুক্ত বাতাসে,
          সারাজীবন থাকবো তোমাতে -


মুক্ত বাতাস,মুগ্ধ পাখির গান,মিষ্টি সুরের কোলাহল,
         তোমাকে দেখছি তারুন্নে উজ্জ্বল-


সরল মনে তোমাকে নিয়েছি যে হৃদয়ে ঘিরে,
        তোমার অটুট মিষ্টি হাঁসি -


      তোমার সুভাস যখন নিয়েছি,
      ভালোবেসে তোমাকে প্রিয়সী।


ওই চোখটি তোমার মায়াবী,কোমল মনটি যে তোমার,
                 রাখিব আনমনে।
       হৃদয় টা তে যেন আঘাত হানে,
      তোমার মনটা কাছে পাবো বলে-


     চিরন্তন থাকবে ভালবাসা,অটুট রবে দুটি মন-


                      হে প্রিয়সী-
      তোমাকেই ভেবেছি- তুমি তো আমার সেই-
                 স্বপ্নে থাকা রূপসী।