জানিনা কখন হবে দেখা-
জানিনা কখন চোখে চোখ রাখতে পারবো_
জানিনা কখন মনের কথাটা বলতে পারবো লোকালয়ে_


তবে সেটা জানি_
তোমাকে দেখার পর মুখ ফুটে কিছু বলতে পারবো কি না_
তবে স্বপ্ন দেখি তোমাকে নিয়ে_


হাতে হাতে ধরে কাধে কাধ মিলিয়ে হাসি ঠাট্টা একটু রাগ একটু অভিমান একটু ধূসর পথ চলা একটু মুচকি হাসি আর একটু প্রেমাবন্ত কথা বলা_

আচ্ছা কখন দেখাটা যদি কখনোই না হয়
তবে সেটা হবে বিরহ বর্ধিত__


বিষন্ন মনটা কাদে শুধুই তোমার জন্য_
চোখে চোখ রাখাটা কবে হবে_
হারানোর ভয় টা যদি না থাকতো তবে না হয় একটু কষ্ট কম হত__


কোথায় হবে তার শেষ_
আর কখন হবে দুজনের মনের বিকাশ_


জানি তুমিও স্বপ্ন দেখো
কখন হবে আমাদের চোখে চোখ রাখা_


এই স্বপ্ন টা কি স্বরূপ বাস্তব এ হবে_
কেন দুজনের মনের বিকাশ ঘটে শুধুই স্বপ্নে_
বাস্তব এ কি সেটা পূরন হবেনা_


আমিতো চেয়েছিলাম মন থেকে , স্বপ্নটা দেখেছিলাম অগোচরে _


দিশেহারা মনটাকে এক আকাশ ছুঁয়ে দিলে_
সেই কখন হবে দেখা _
মনটা তো দিশেহারা_


জানিনা তার শেষ কোথায় স্নিগ্ধ আবেশে জড়িয়ে রয়েছে মুগ্ধকর সেই স্বপ্নটি_


কেন মিশে আছে মনের মাঝে লুকিয়ে থাকা সেই গল্পটি_
সেটা কি নিমিষেই শেষ হয়ে যাবে _
মেনে নিতে পারবো কি সেই বিরহ বিষন্নতা_


যদি নদীর প্রবাল স্রোতে আমার মনে লুকিয়ে থাকা সেই গল্পটি ভাসিয়ে দিতে পারতাম তবে নাহয় বিষন্নতা কেটে যেতো_
বিষন্নতা নির্বিশেষে শেষ হয়ে যেতো  _


রাতের গভীরে স্বপ্ন গুলোকে হাতছানি দিয়ে সর্ব ব্যাকুল হয়ে  চোখের সামনে হাজির হবে_
করনীয় কি তবে_


না পাওয়ার বিরহ বিষন্নতা যদি মুছে ফেলতে না পারি
কেন বিধাতা সপ্নের ঘরে নিয়েছিলো _


মনের দিশেহারা ব্যাকুলতা কবে  হবে শেষ
           তবে জানি শেষ টা হবে _
                    শেষ নিঃশ্বাস
               এই আমার বিশ্বাস।