সবাইকে শুভেচ্ছা । আমি আজ কবিতা নিয়ে কিছু কথা লিখব।
আমরা বাঙ্গালী জাতি। আমরা বীরের জাতি । আমরা সবসময় অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করে থাকি। এই কবিতার মাধ্যমে । কবিতা আমাদের মন-প্রাণ জুড়ে। কবিতা বতমান সময়ে খুব কম লোকজন পড়েন। কবিতাকে সময় না দিয়ে সবাই সবার কাজে ব্যাস্ত। ঠিক আছে কাজ তো করতেই হবে না হলে আমরা বাঙ্গলী জাতি এগোবো কী করে। কজ করব । কিন্তু যখন আমরা একটু অবসর সময় পাই তখন একটি কবিতা তো পড়তে পারি। যে কবিতা লিখে রবীন্দ্রনাথ ঘুমন্ত মানুষ কে জাগিয়ে তুলেছেন। আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম কবিতার মাধ্যমে যুদ্ধের সময় বাঙ্গালী জাতিকে সজাগ রেখেছেন। কিভাবে ত্যাগী হয়ে উঠতে হয় তা শিখেয়েছিলেন। আজ আমরা কবিতা অবসনাল করে রেখে দিচ্ছি । এই দেশ ও জাতিকে কবিতার মাধ্যমে ঐক্যবদ্ধ করতে পারঃ একটিমাএ কবিতা । তাই আর কবিতাকে অবসনাল না রেখে মেইন সাবজেক্ট এ নিয়ে আসি।