# এখনও যুদ্ধ চলে #


    ---- অমলেন্দু  বিশ্বাস (পশ্চিমবঙ্গ)


এখনও এখানে লুঠবাজেদের
ঘোড়ার খুঁড়ের ছাপ স্পষ্ট,
এখনও এখানে যুদ্ধ চলে আলো- আধাঁরে।
এখনও এখানে নর্তকী হয়ে ওঠে ঝাঁসির রাণী।
শ্রাবণী, বিউটি,রেহানারা লাল লিপিষ্টিক
মেখে এখনও আবছা আলোর গলির মোড়ে দাঁড়ায়,
এখনও ওরা যুদ্ধ করে।
এখনও এখানে নাবালিকার চিৎকার ধ্বনির প্রতিটি তরঙ্গ
সভ্যতার হাঁড় পাঁজরে ঢুকে যায়
রেডিও আ্যক্টিভিটির মত।
এখনও আমাদের প্রিয়জনদের
পাঁজরের হাঁড় দিয়ে, পাশার চাল দেয় শয়তানেরা,
এখনও এখানে যুদ্ধ চলে।
এখনও এখানে চিমনীর কালো ধোঁয়ায়
কিশোরের  স্বপ্নের ঘুড়ি  ঢেকে যায়,
জীবন ভরে ওঠে যান্ত্রিকতায়
অনাবিল  আনন্দ চাঁপা পড়ে যায় কয়লার খনিতে,
সহজপাঠ আর কিশলয়েই -
ওদের বিদ্যা সমাধি হয় এখনও এখানে।
এখনও এখানে বোঝা মাথায় বৃদ্ধের
মালাইচাকি থেকে ঝরে পড়ে
অসংখ্য সিঁড়ি ভাঙ্গার কান্না।
এখনও মাইলের পর মাইল বিস্তীর্ণ অঞ্চল  জুড়ে খিদের আগুনে পুড়ে যায় আমার জন্মভূমি
এখনও সূর্য ওঠে, সূর্য অস্ত যায় -
এখনও এখানে যুদ্ধ চলে।