আমি বাস্তবতা দেখেছি।


আমি আমার দাদার বয়সি লোককে ঠেলাগাড়ি টানতে দেখেছি এবং সেই দাদার ঘরে জন্ম নেয়া আমার বাবার বয়সি লোককে দামি গাড়িতে চরতে দেখেছি।


আমি বাস্তবতা দেখেছি।


আমি ৫ বছরের শিশু মেয়েকে ধর্ষন হতে দেখেছি।
আমি ৪০ বছরের মহিলাকে ৫ বছরের মেয়েকে ফেলেরেখে অন্যর হাত ধরে চলে যেতে দেখেছি


আমি বাস্তবতা দেখেছি


আমি রোজ না খেতে পেয়ে শত শত মানুষের খুধার তিব্রতার আওয়াজ শুনেছি।
আমি দশজনের খাবার একজনকে নষ্ট করে ডাস্টবিনে ফেলতে দেখছি।


আমি বাস্তবতা দেখেছি।


আমি উঁচু উঁচু দালান গরতে দেখেছি আবার সেই দালান ধসে পরে শত শত মানুষ গলিত অর্ধ গলিত হতে দেখেছি।


আমি বাস্তবতা দেখেছি।


আমি ভালোবাসার টানে তৈরী শাহজাহানের তাজমহল ও দেখেছি আবার ভালোবাসার ব্যর্থতায় ভালোমানুষকে পাগল ও হতে দেখেছি।


আমি বাস্তবতা দেখেছি।


আমি দেশের মানুষের রক্ত বেচা টাকায় কামানের গোলা কিনতে দেখেছি এবং সেই কামানের গোলায় সেই দেশের মানুষকে মরতেও দেখেছি।


কারন আমি বাস্তবতা দেখেছি।