ওহে দয়াময়, মনে সংশয়
যদি জিজ্ঞাসিত হই
আছে কি না মোর ভাল কাজ কিছু
সেদিন মস্তক হবে নিঁঁচু
লাজে রক্তিম হবে মুখ
তোমার সম্মুখ
কিছু নেই মোর ভাল
কেবলই অধ্যায় কাল
হিসাবের খাতায় ঋণাত্মক জের
অথচ দিয়েছ ক্ষেত্র ঢের
করিবার তরে কর্ম মহৎ
দয়াময় তুমি দেখিয়েছ পথ
সে পথ হেরিনু হেলায়
অাজি কাতরায়
প্রার্থনা তব পানে
লজ্জা দিওনা সবার সামনে।