তোমার আগমনের অপেক্ষায়
কেটেছে এক এক করে চব্বিশ
বসন্ত, তারপর এক দিন এলে তুমি
কবিতার এক গুচ্ছ ছন্দ হয়ে
সেই থেকে তোমাতে নিমগ্ন আমি
কখনো কবিতা হয়ে, কখনো গল্প হয়ে
এই অষ্ট বসন্ত ধরে আমাকে রেখেছ
জীবন্ত করে; প্রাণবন্ত করে।
সখি, বত্রিশ বসন্তের বাসন্তি তুমি
তুমিই আমার প্রাণের স্পন্দন।