আজো মা আমার গায়ে তোমার গন্ধ পাই
আমার নিঃশ্বাস-প্রশ্বাসে তোমার উপস্থিতি
আমার ধমনী বইছে তোমার রক্তস্রােত
তুমি আছো আমার প্রতিটি রক্ত কনিকায়
আমার প্রতিটি কোষ তোমার জীবন্ত স্বাক্ষর
সকালের সূর্য দেখা হয় তোমার চোখে আমার
তোমার অশ্রু আমার অশ্রুতে মিশে একাকার
আর ভালোবাসা, সে তো তোমার কাছেই শেখা
তুমি আছো মা আমার হাসি কান্নার ভাষা হয়ে
শাসন হয়ে ঘিরে আছো আমারি চারিপাশ
তুমি নেই কিংবা মৃত- একথা অর্থহীন
তুমি মা; তুমি বেঁচে আছো চিরঞ্জীব হয়ে
আমার সমস্ত অস্তিত্ব জুড়ে তুমি চির ভাস্বর।