এ সমাজ নষ্ট সমাজ
নষ্ট মানুষ নষ্ট পথে
নষ্টগুলো সুষ্ঠু করে
নষ্ট প্রথার নষ্ট জালে
নষ্ট লয়ে দিব্যি আছে
নষ্ট আশায় নষ্ট হয়ে
নষ্ট প্রেমের নষ্ট টানে
নষ্ট হৃদয় নষ্ট দামে
নষ্ট কারো নষ্ট হাতে
ন্যস্ত করে দিব্যি আছে
নষ্ট জীবন নষ্ট হয়ে
ওষ্ঠাগত কষ্ট কতো
তাও দেখি তুষ্ট শত
নষ্ট সয়ে নষ্ট মানুষ
নষ্ট লয়ে আছে বেহুঁশ।