যেদিন আমি শিরোনাম হবো
তার আগে কোন একদিন
শুনশান নীরবতায় নিস্তব্ধ হবে
চারিদিক। বিষন্নতা ছুঁয়ে যাবে।
ছোপ ছোপ অন্ধকার আকাশে
মৃদু আলোয় বসবে তারার মেলা।
সেদিন আমি শেষ বারের মতো
অনুভব করবো তোমার শূন্যতা
তারপর নিঃসঙ্গ আমি হারাবো
একাকী তারার মেলায়। হয়তো
সেদিন ও তুমি ফুল তুলবে
মালা গাঁথবে অজানা কারণে।
অতঃপর সেই মাল্য ই হবে
তোমার আমার ভালোবাসার
এক টুকরো স্মৃতি। অকারণ
দুঃখের এক জীবন্ত কারণ।