অনেক কিছু করেছি আমি-
শুধু তার ভালবাসা পাব বলে
তিন ক্রোশ পথ পায়ে হেটে এনেছি
তার প্রিয় কাল গোলাপ; তারপর-
চৈত্রের ভরা দুপুরে দাড়িয়ে থেকেছি-
তার কলেজের পথ ধরে
দুখানি গোলাপ হাতে করে
নিষ্ঠুর সে; নেয়নি আমার গোলাপ।


তারও আগে কতদিন-
পৌষের কনকনে শীতে
তাঁর হৃদয় ছোঁতে-
তোলে এনেছি তরতাজা বকুল ফুল
কখনো বা গন্ধরাজের কলি
দিতে চেয়েছি দুহাত ভরে
নিষ্ঠুর সে; নেয়নি আমার ফুল।


তাকে ভালবেসে লিখেছি সুদীর্ঘ চিঠি
সারা রাত জেগে বেছে বেছে প্রিয় শব্দগুলো
বসিয়েছি প্রতিটি বাক্যে। তারপর-
বৈশাখের প্রথম দিনে রজনীগন্ধাসহ
দিতে গিয়েছি মিষ্টি প্রভাতে
নিষ্ঠুর সে; নেয়নি আমার চিঠি।


আজও তার পথ চেয়ে বসে থাকি
নিষ্ঠুর সে; বুঝেনা আমায়।