সংশয়ে কখনো তারে হয়নি বলা
যদি ভুল বুঝে, যদি যায় চলে
সব কথা ডুকরে ডুকরে কেঁদেছে অন্তঃপুরে
কন্ঠ পেরিয়ে উপরে উঠেনি কোন দিন
শুধু সেই ভয় মোরে করেছে তাড়া
যদি ভুল বুঝে-
যদি যায় চলে-
তারপরও চলে গেল সে একদিন
ঢোল, বাদ্য, সানাই আর রঙের মহরায়
আমিও সেদিন ছিলাম আমন্ত্রিত একজন
স্বাক্ষী গোপাল হয়ে দেখেছি সব
সয়েছি সব শুধু পাথরের মত
ঘটেছিল যা তা কেবল অন্তঃপুরে
ঘটেছিল যা তা কেবল না বলার ভুলে।