পথে পথে সুখ খুঁজে ফিরে ভাবুক
ছাড়িয়া গৃহ সংসার
যেথা খুশি বসে রয় একা একা কথা কয়
নেই নিদ্রা আহার ॥


মাঝে মাঝে হাসে লোক এলে পাশে
কখনও বা দেয় চিৎকার
কত লোক আসে যায় এ পথের কিনারায়
তার দিকে দৃষ্টি সবার ॥


একদা সুধালাম তারে কি আছে পথ পরে
যে আশায় ছেড়ে আছ ঘর?
কোন সে অভিমান বিষিয়ে দিয়েছে প্রাণ
আপনারে গুটিয়ে করেছ নিথর ॥


সেদিন বলিল ভাবুক জীবনের যত দুখ
কেন এই বৈরাগ্য সাধনা
যারে চেয়েছিল মনে ভালবেসে জীবনে
তারে আর কাছে পাওয়া গেলনা ॥


কী করে থাকি ঘরে বড় ব্যথা অন্তরে
ভালবাসা ছাড়া কি গৃহে মন লয়?
তাই আজ পথে পথে ঘুরি ফিরি দিন রাতে
ভালবাসা খুঁজি এই বসুধায় ॥