উলের কম্বল গায়ে দিয়ে তব কাটে পৌষের রাত
তুমি কি বুঝিবে শীতের তীব্রতা শীতার্তের আর্তনাদ
চারিপাশে তব সুবিশাল দেয়াল থাক রূদ্ধ করিয়া দ্বার
স্পর্শেও আসেনা উত্তরী বায়ু ফিরে যায় বার বার
দেখনি কভু এডিস এনোফেলিসের উন্মাদ আচরণ
দংশিলে যাহা কারো বদনে আহা বাসা বাধে এসে মরণ
তুমিতো শুধু সুখের সাগরে ভাসিয়ে রেখেছ গা
তুমি কি বুঝিবে দুখীর দুঃখ ব্যথিতের বেদনা।
তোমরাই ভোজে সাজানো থাকে জঁমকালো সব খাবার
পোলাও মাংস ফলফলাদি কত কিছুর সমাহার
কাটেনি বাছা ভুলেও তোমার অর্ধাহারে কোন দিন
কাহারো উদর অনাহারে যেথা পৃষ্ঠতে হয় বিলিন
তুমিতো শুধু সুরুচী ভোজে করেছ পেটের পূজা
তুমি কি বুঝিবে ক্ষুধায় কাতর ক্ষুধিতের যাতনা।