বিদ্যায় বিকশিত, সমাদৃত তুমি
অগুন্তি গুণগ্রাহী তব
তোমা হতে বিকিরিত আলোয়
আলোকিত জাতি।
আমি তাদেরই একজন,
তোমাকে জানাই বিনম্র সেলাম।


তুমি গুণীজন। শিক্ষাগুরু তুমি
চন্ডাল নমশুদ্রকেও করেছ মানুষ
আরো মানুষ করেছ অজ্ঞ, অন্ধদের
আমি তাদেরই একজন,
তোমাকে জানাই বিনম্র সেলাম।


দানে উদার তুমি। সবই করেছ দান
যৌবন থেকে বর্ধ্যক্য অবধি
পাঠশালা, সভা, সমাবেশে
কেবলই মানুষের তরে
যাদের দিয়েছ তুমি
আমি তাদেরই একজন,
তোমাকে জানাই বিনম্র সেলাম।