না চিনিয়া তব করিনু ভজন
বেকার খাটিয়া পুড়ি হুতাশন
নিরাকারে বহুদূরে তব বাস
অবোধের ছিল এমন বিশ্বাস
সেই বিশ্বাস লয়ে করিনু স্তুতি
পাইবার তরে তোমার সুমতি
অথচ তব মানব রূপ খেলা
ধরেন জ্ঞানে থাকিতে বেলা
যখন আসিল আমাতে জ্ঞান
ততক্ষণে তুমি নিলে প্রস্থ্ান
ধরিলে আবার অনন্ত সরূপ
জগৎ মাঝে নিরাকার নিশ্চুপ।