বছরের পর বছর ধরে -
বলা যায় তা আজন্মের শিক্ষা,
পরিবার, সমাজ ও দেশ থেকে শিখে
আজ তুমি একজন পুরোদস্তুর দাস;
আপাদমস্তক এক দাসের প্রতিকৃতি
তোমার মন থেকে মস্তিষ্ক অবধি বিস্তৃত
দাসত্বের এই অদৃশ্য সূক্ষ্ম জাল
যে জালে আটকে ছিল তোমার পিতা
তাঁর পিতা, পিতামহ সহ বংশপরম্পরা
তুমি তাদেরই যথার্থ উত্তর পুরুষ
তোমার রক্ত সয়ে যাওয়া রক্ত
তোমার রক্ত প্রতিবাদ না করা রক্ত
মার খাওয়া রক্তের ধারক তুমি
তুমি নিষ্পেষিত, তুমি অত্যাচারিত
তোমার ইতিহাস, বঞ্চনার ইতিহাস
প্রতিবাদ করে মরতে চাও না তুমি
তুমি বরং দাস হয়েই বেঁচে থেকে খুশি
কেননা তোমার রক্ত দাসের রক্ত।