তোমাকে হেরিকের ড্যাফোডিলের মত মনে হয়,
এসেই চলে যাও।


না কি তুমি ওয়ার্ডসওয়ার্থের ড্যাফোডিল-
বাতাসে দোল খেয়েই চলে যাও…
ঢেউ হয়ে মিশে যাও লেকের দু ধারে।


তুমি কি নবরূপে ফিরে আস বাতাসের ডানায় ভর করে
শ্যামল ছায়া হয়ে সোনালী ধানের শিষে
কোকিলের কলতানে, রাখাল বালকের বাঁশির বেহাগে?


তুমি কি দুর্বার ডগায় জমে থাকা দু ফোটা শিশির?
সৌর কিরণে লুকাও?