কেমনে সহিব এ যাতনা,
কেমনে লুকাইব এ বেদনা-
যে কামনায় চেয়েছিনু তারে,
রয়েছে সে যোজন দূরে!


খুজে মরি তারে বীণার সুরে-
বারি ঝমঝম, বায়ু শনশন তানে!
দখীনা সমীরণে দোল খায় সে,
পল্লবী মাঠে ঘাটে,
দেখব বলে পথ চেয়ে আছি রসুলপুরের বাটে!


চেতনের কেতন উড়িয়ে ,
গন্ধবহের গুঞ্জনে মিলিয়া,
বিটপীর শাখে ঘুরিয়া ফিরিয়া,
বসিব সখি মধুলেহের মত মনের মঞ্জুরীতে!